ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ভাবী ও ভাতিজিসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যাকারীর মৃত্যুদণ্ড Logo নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর Logo বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইসলামী কর্নার উদ্বোধন Logo বনের শত্রু স’মিল চক্র: মাধবপুরে পরিবেশ ধ্বংসের নেপথ্যে ৪৭ অবৈধ মিল Logo ব‍্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজি,লাখাইয়ে যুবদেলর নেতা হাবিব মিয়ার বিরুদ্ধে মামলা Logo বাহুবলে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫, গুরুতর আহত ট্রাকচালক সিলেটে রেফার Logo সরকারি সহায়তা না পেয়ে প্রবাসী ও তরুণদের নিজ উদ্যোগে কালভার্ট নির্মাণ Logo বরখাস্ত/অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান Logo চিরনিদ্রায় শায়িত হলেন প্রচার বিমুখ বরেণ্য আলেম মাওলানা আহমদ আব্দুল্লাহ চৌধুরী Logo চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায় মিছিল

বাংলার খবর ডেস্কঃ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল করেছেন একদল তরুণ।
সোমবার (০৭ এপ্রিল) ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল করছেন একদল তরুণ।

সোমবার (০৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশানে মিছিল বের করেন তারা। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।

সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নেন সেনাসদস্যরা। সরেজমিনে দেখা যায়, তারা একপ্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। অধিকাংশ মানুষকে তল্লাশি করা হচ্ছে। কাউকেই ফুটপাতে বা রাস্তায় দাঁড়াতে দেয়া হচ্ছে না।

দুপুর ১২টার দিকে নতুন বাজারের মূল সড়কের এক পাশ খুলে দেয়া হয়। যান চলাচল স্বাভাবিক হতে থাকে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে। বিক্ষোভ মিছিলটি ঘিরে রয়েছে পুলিশ ও সেনাসদস্যরা। গুলশান বিভাগ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন।

বিক্ষোভে অংশ নেয়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিন গাজার জয় হবেই হবে। যত দিন এই পৃথিবী থাকবে, তত দিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। এখন দরকার পুরো পৃথিবীর মুসলিমদের এক হওয়া। জিহাদ ঘোষণা করা। সেটারই প্রথম ধাপ পুরো বিশ্বে এ বিক্ষোভ।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে মিছিলে সাধারণ মানুষ

এর আগে সকাল থেকে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ধামরাই ও আশুলিয়াতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন সাধারণ মানুষ।

এছাড়াও এ কর্মসূচিতে রাজধানীর শাহবাগ মোড়ে মিছিল করেছেন সাধারণ মানুষ।

এদিকে ‘দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়েছেন চবি ও রাবি শিক্ষার্থীরাও। গ্লোবাল স্ট্রাইকের ডাকে সাড়া দিয়ে আজ সারাদেশে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

৬ এপ্রিল গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দেয় ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সেস গ্রুপ। এটি হলো দ্বিতীয় ইন্তিফাদার সূত্রপাতের পরপরই ইয়াসির আরাফাতের অনুমোদনে এবং মারওয়ান বারগুতির নেতৃত্বে গঠিত একটি জোট। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

আপলোডকারীর তথ্য

Liton Bin Islam

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ভাবী ও ভাতিজিসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যাকারীর মৃত্যুদণ্ড

error:

ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায় মিছিল

আপডেট সময় ০২:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

বাংলার খবর ডেস্কঃ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল করেছেন একদল তরুণ।
সোমবার (০৭ এপ্রিল) ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল করছেন একদল তরুণ।

সোমবার (০৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশানে মিছিল বের করেন তারা। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।

সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নেন সেনাসদস্যরা। সরেজমিনে দেখা যায়, তারা একপ্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। অধিকাংশ মানুষকে তল্লাশি করা হচ্ছে। কাউকেই ফুটপাতে বা রাস্তায় দাঁড়াতে দেয়া হচ্ছে না।

দুপুর ১২টার দিকে নতুন বাজারের মূল সড়কের এক পাশ খুলে দেয়া হয়। যান চলাচল স্বাভাবিক হতে থাকে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে। বিক্ষোভ মিছিলটি ঘিরে রয়েছে পুলিশ ও সেনাসদস্যরা। গুলশান বিভাগ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন।

বিক্ষোভে অংশ নেয়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিন গাজার জয় হবেই হবে। যত দিন এই পৃথিবী থাকবে, তত দিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। এখন দরকার পুরো পৃথিবীর মুসলিমদের এক হওয়া। জিহাদ ঘোষণা করা। সেটারই প্রথম ধাপ পুরো বিশ্বে এ বিক্ষোভ।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে মিছিলে সাধারণ মানুষ

এর আগে সকাল থেকে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ধামরাই ও আশুলিয়াতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন সাধারণ মানুষ।

এছাড়াও এ কর্মসূচিতে রাজধানীর শাহবাগ মোড়ে মিছিল করেছেন সাধারণ মানুষ।

এদিকে ‘দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়েছেন চবি ও রাবি শিক্ষার্থীরাও। গ্লোবাল স্ট্রাইকের ডাকে সাড়া দিয়ে আজ সারাদেশে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

৬ এপ্রিল গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দেয় ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সেস গ্রুপ। এটি হলো দ্বিতীয় ইন্তিফাদার সূত্রপাতের পরপরই ইয়াসির আরাফাতের অনুমোদনে এবং মারওয়ান বারগুতির নেতৃত্বে গঠিত একটি জোট। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।