
শেখ ইমন আহমেদ, মাধবপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মাধবপুর উপজেলা শাখার অন্তর্গত ৪নং আদাঐর ইউনিয়ন শাখার ইসলামী ছাত্রসেনার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলা জামে মসজিদে খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ সাইফুল ইসলাম বেলালের সঞ্চালনায় এক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। মাধবপুর উপজেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটি হলো-আহ্বায়ক মোঃ নাজমুল হাসান নাজির,যুগ্ম আহ্বায়ক মোঃ আলী বিন আজগর,যুগ্ম আহ্বায়ক আলাউদ্দীন আল রনি, সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন,সদস্য হাফেজ জাহিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার মাধবপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক নাফিস আহমেদ শিপন, ছাত্রসেনার একনিষ্ঠ কর্মী মোহাম্মদ নুর বক্স মনিরসহ অনেকেই।
এছাড়া মাধবপুর পৌরসভার আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন মিয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাছান মিয়া, যুগ্ম আহ্বায়ক শেখ হামজা নুর, সদস্য সচিব মেহেদী হাসান পিয়াস, সদস্য মোহাম্মদ আকিল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। একটি সুন্দর সমাজ গঠন করতে হলে কুরআন ও সুন্নাহর বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে হলে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। সকল ছাত্র সমাজকে ইসলামী ছাত্রসেনায় যোগ দিয়ে সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানানো হয়।”