
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ধর্মঘর বিওপি টহল দল গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে।
আটককৃতরা ভারতের আগরতলায় চিকিৎসার উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার জগতপুর গ্রামের মৃত নিমাই পালের ছেলে শ্রী অনিল পাল (৭০) ও একই গ্রামের অনিল পালের স্ত্রী পারুল বালা (৬০)।
বিজিবি জানায়, ধর্মঘর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৯৯২/২৪-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর এলাকায় তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তবে তাদের কাছ থেকে কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।