
আব্দুল বাছিত খান,মৌলভীবাজার প্রতিনিধিঃ
পবিত্র মাহে-রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিনা লাভের দোকানের কার্যক্রম উদ্বোধন। নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জামায়াতে ইসলামী কমলগঞ্জ শাখার এ মহতী উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মঙ্গলবার ৫মার্চ ২৫ইং তারিখে ইসলামি ব্যাংকের উত্তর পাশে তামান্না ট্রেডার্স-এ এই বিশেষ দোকানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধক্ষ মাসুক মিয়া। জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ ও ব্যাসায়ি ইব্রাহিম মোহাম্মদ আব্দুহ, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহসভাপতি কাজি মামুনুর রশীদ, কমলগঞ্জ সদর ইউপির আমির এবাদুর রহমান, কমলগঞ্জ পৌর আমির আব্দুল হাই প্রমুখ।