
লাখাইয়ে পুলিশ পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার এক আসামীসহ ৫ জন কে গ্রেপ্তার করা হয়েছে। থানা সুত্রে জানা যায়, (১৭ মে) শনিবার রাত ৩ ঘটিকার সময় এসআই আখতারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঢাকা চকবাজার থানাধীন পলাশের মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুড়িয়াউক গ্রামের শফিকুল হত্যা মামলার আসামি মৃত নোয়াব আলীর ছেলে মকসুদ আলী (৬২) কে গ্রেফতার করে ।
এদিকে একই দিনে বামৈ পশ্চিম গ্রামের আবুল কালাম চৌধুরী ছেলে আবুল বাদশা চৌধরী (২৮) কে ৫০ পিস ইয়াবাসহ এস আই প্রনয় কুমার সরকার সঙ্গীয় এএসআই আনোয়ার, কং/ বাবুল, কং/প্রনয় নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর নিজ বসতবাড়ির উঠান হইতে দুপুর ১২ ঘটিকার সময় গ্রেফতার করে।
অপর আসামি রহিতুনশি গ্রামের ওয়ারেন্ট আসামী কৃষ্ণ দাস(৪৫) কে এস আই জামাল এ এস আই আনোয়ার সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে দুপুরে গ্রেফতার করে। চুড়ি মামলার আসামি বামৈ মারুগাছের আতাউর রহমানের ছেলে তোফায়েল আহমেদ (৩৬) কে এস আই আক্তারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গ্রেফতার করেন। মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ পূর্ব বুল্লা গ্রামের মাজু মিয়ার ছেলে আলজার মিয়াকে গ্রেফতার করে ।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামীদের কে রবিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।