
হবিগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত তিন সমন্বয়কদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন শেষে ফেরার পথে স্টাফ কোয়ার্টার এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। সমন্বয়কদের দাবি অন্ধকারে পরিকল্পিত ভাবে একদল যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মাহদীর উপরে হামলা চালায়।
আহত মাহদী হাসান “হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ”-এর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, বাকি দুই সমন্বয়কের নাম পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয় আহত সমন্বয়ক মাহদী হাসানের সাথে যোগাযোগ কার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার মুখপাত্র রাশেদা বেগম ফেসবুক পোস্ট করে জানিয়েছেন। যেসব কুত্তালীগ আমার কলিজার ভাইদের উপর হামলা করছে, শরীর থেকে রক্ত জড়িয়েছে তাদের ঠিকানা এই হবিগঞ্জে হবে না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার অনান্য নেতাদের দাবি যারা পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে তাদের সনাক্ত করে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।