ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শেষ পর্যন্ত ৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ Logo কবি আবদুল হাই ইদ্রিছী’র নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি Logo ট্রাম্পের সৌদি আরবকে ইসরায়েল স্বীকৃতি দেওয়ার আহ্বান Logo লাখাইয়ে ৩ টি চোরাই গরু সহ এক চোর আটক Logo পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম Logo চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবাদলিপি Logo নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা: জনগণের পাশে থাকার অঙ্গীকার Logo আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০ Logo নবীগঞ্জে মাদকসেবী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীদের মানববন্ধন Logo নবীগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

জামালপুরে কবি ও সাহিত্য প্রেমীদের বাসন্তিক আড্ডা অনুষ্ঠিত

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম
জামালপুরের মেলান্দহ উপজেলায় স্বরকলা জামালপুর এর উদ্যোগে কবি,সাহিত্যিক, গীতিকার, বাচিকশিল্পী,আবৃতিকার ও সংগীত শিল্পীদের নিয়ে এক বাসন্তিক সাহিত্য ও সংস্কৃতি আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ( ৯ ফাল্গুন) মেলান্দহের উপজেলা পরিষদের নতুন মিলনায়তনে বিকাল ৪টায় বিকালের বাসন্তিক আড্ডায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বরকলা জামালপুর এর সভাপতি কবি শেখ ফজল ও সাধারণ সম্পাদক বাচিকশিল্পী ও উপস্থাপক জাকিরুল হক মিন্টু। তারা বলেন বাংলা ভাষার শুদ্ধ, প্রমিত উচ্চারণ ও আবৃতি চর্চার উৎকর্ষ সাধনে সামাজিক আন্দোলনে রুপ দিতে নিবেদিত স্বরকলা জামালপুর। তারা আরও বলেন ৫ আগষ্ট ২০২৪ এ অভূতপূর্ব গণজাগরণের পর দেশে সূচিত হয়েছে এক নব যুগের। হাজারো প্রাণের বিনিময়ে জুলাই অভূ্থানে অর্জিত স্বাধীনতার নতুন সূর্যোদয় প্রত্যক্ষ করেছে গোটা দুনিয়াবাসী। আমাদের নতুন গৌরবগাঁথায় আর নয় বৈষ্যম, প্রতিষ্ঠা হোক সাম্য। গণতন্ত্রপ্রিয় ও স্বাধীনচেতা জনগোষ্ঠীর মুক্তির দিশারী বীর শহীদের প্রতি আমাদের শস্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা। কবি সাহিত্য প্রেমিকদের আড্ডায় অংশ গ্রহণ করে কবিতা পাঠ, আবৃত্তিহ অনেকে গান পরিবেশন করেন। বিকালের বসন্ত আড্ডায় উপস্থিত ছিলেন। মো. শাহ জামাল,বীর মুক্তযোদ্ধা আলী আক্কাছ,,শাকিল মাহমুদ শাহীন, আবুল হোসেন, রফিকুল ইসলাম রাজু,মো. আশরাফ আলী,রফিকুল ইসলাম তাহের, মো. নূরে আলম সিদ্দিকী হীরা,আমিনুর বিন বাদশা, শহিদুল্লাহ,ফারুক আহমেদ, এড শাহজাহান কবির,তালুকদার আলমগীর আহমেদ, এসএম খোরশেদ আলম,মল্লিক দাস,আরবীয়া জান্নাত আলপনা,এম শরিফ আকন্দ, আব্দুল কাদের, মো. মোস্তাফিজুর রহমান, শরীফ উদ্দীন, রুবেল প্রাকৃতজন,রাশেদুল হাসান শেলী,মুকুল,শেখ ফজল,মো. আমজাদ হোসেন, এস এম হাবিব জাহান হেলাল,মো. মাহমুদুল হাসান মহব্বত,জাহিদুল ইসলাম লিখন, অরুণ চন্দ্র দেবনাথ, আব্দুল গাফফার, বিপ্লব সরকার, আবু সুফিয়ান, অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ, আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, মো. জাহিদুল ইসলাম, মো. মোহন তালুকদার, মো. আমির উদ্দিন,সানজিদা সাফা,শারমিন সারা,কণ্ঠশিল্পী আলিফ বুশরা,আলেয়া সুলতানা শান্তি, কামরুন নাহার শিখা, এড. সোলায়মান,অধ্যাপক মো. আমির উদ্দিন, মোহাম্মদ আমিনুল ইসলাম খানসহ আরও অনেকে।

দীর্ঘদিন পর কবি ও সংস্কৃতি প্রেমিরা এক আনন্দঘন পরিবেশে সকলেই আবেগময় মুহূর্ত উপভোগ করেন। এমন সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য উপস্থিত সকলে আয়োজক স্বরকলা জামালপুরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

Liton Bin Islam

জনপ্রিয় সংবাদ

শেষ পর্যন্ত ৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

জামালপুরে কবি ও সাহিত্য প্রেমীদের বাসন্তিক আড্ডা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম
জামালপুরের মেলান্দহ উপজেলায় স্বরকলা জামালপুর এর উদ্যোগে কবি,সাহিত্যিক, গীতিকার, বাচিকশিল্পী,আবৃতিকার ও সংগীত শিল্পীদের নিয়ে এক বাসন্তিক সাহিত্য ও সংস্কৃতি আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ( ৯ ফাল্গুন) মেলান্দহের উপজেলা পরিষদের নতুন মিলনায়তনে বিকাল ৪টায় বিকালের বাসন্তিক আড্ডায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বরকলা জামালপুর এর সভাপতি কবি শেখ ফজল ও সাধারণ সম্পাদক বাচিকশিল্পী ও উপস্থাপক জাকিরুল হক মিন্টু। তারা বলেন বাংলা ভাষার শুদ্ধ, প্রমিত উচ্চারণ ও আবৃতি চর্চার উৎকর্ষ সাধনে সামাজিক আন্দোলনে রুপ দিতে নিবেদিত স্বরকলা জামালপুর। তারা আরও বলেন ৫ আগষ্ট ২০২৪ এ অভূতপূর্ব গণজাগরণের পর দেশে সূচিত হয়েছে এক নব যুগের। হাজারো প্রাণের বিনিময়ে জুলাই অভূ্থানে অর্জিত স্বাধীনতার নতুন সূর্যোদয় প্রত্যক্ষ করেছে গোটা দুনিয়াবাসী। আমাদের নতুন গৌরবগাঁথায় আর নয় বৈষ্যম, প্রতিষ্ঠা হোক সাম্য। গণতন্ত্রপ্রিয় ও স্বাধীনচেতা জনগোষ্ঠীর মুক্তির দিশারী বীর শহীদের প্রতি আমাদের শস্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা। কবি সাহিত্য প্রেমিকদের আড্ডায় অংশ গ্রহণ করে কবিতা পাঠ, আবৃত্তিহ অনেকে গান পরিবেশন করেন। বিকালের বসন্ত আড্ডায় উপস্থিত ছিলেন। মো. শাহ জামাল,বীর মুক্তযোদ্ধা আলী আক্কাছ,,শাকিল মাহমুদ শাহীন, আবুল হোসেন, রফিকুল ইসলাম রাজু,মো. আশরাফ আলী,রফিকুল ইসলাম তাহের, মো. নূরে আলম সিদ্দিকী হীরা,আমিনুর বিন বাদশা, শহিদুল্লাহ,ফারুক আহমেদ, এড শাহজাহান কবির,তালুকদার আলমগীর আহমেদ, এসএম খোরশেদ আলম,মল্লিক দাস,আরবীয়া জান্নাত আলপনা,এম শরিফ আকন্দ, আব্দুল কাদের, মো. মোস্তাফিজুর রহমান, শরীফ উদ্দীন, রুবেল প্রাকৃতজন,রাশেদুল হাসান শেলী,মুকুল,শেখ ফজল,মো. আমজাদ হোসেন, এস এম হাবিব জাহান হেলাল,মো. মাহমুদুল হাসান মহব্বত,জাহিদুল ইসলাম লিখন, অরুণ চন্দ্র দেবনাথ, আব্দুল গাফফার, বিপ্লব সরকার, আবু সুফিয়ান, অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ, আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, মো. জাহিদুল ইসলাম, মো. মোহন তালুকদার, মো. আমির উদ্দিন,সানজিদা সাফা,শারমিন সারা,কণ্ঠশিল্পী আলিফ বুশরা,আলেয়া সুলতানা শান্তি, কামরুন নাহার শিখা, এড. সোলায়মান,অধ্যাপক মো. আমির উদ্দিন, মোহাম্মদ আমিনুল ইসলাম খানসহ আরও অনেকে।

দীর্ঘদিন পর কবি ও সংস্কৃতি প্রেমিরা এক আনন্দঘন পরিবেশে সকলেই আবেগময় মুহূর্ত উপভোগ করেন। এমন সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য উপস্থিত সকলে আয়োজক স্বরকলা জামালপুরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।