
স্টাফ রিপোর্টার: শায়েস্তাগঞ্জের অলিপুরে চাঁদা না দেওয়ায় এক ফল ব্যবসায়ী ফরিদ মিয়া দোকানে হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি টেনু মিয়ার বিরুদ্ধে। ফল ব্যবসায়ী ফরিদ মিয়া বাখরপুর গ্রামের সবুর হোসেনের ছেলে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়।
বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসরাম টেনু মিয়া ব্রাহ্মণডোরা গ্রামের আছকির হাজীর ছেলে এবং স্থানীয় শ্রমিক লীগের সহ-সভাপতি।
ভুক্তভোগী ফল ব্যবসায়ী ফরিদ মিয়া জানান, তিনি দীর্ঘ ছয় বছর ধরে অলিপুর এলাকায় সরকারি জায়গায় ফলের দোকান পরিচালনা করছেন। তবে টেনু মিয়া রাসেল মার্কেটের দেখভালের দায়িত্বে থাকায় তিনি সরকারি জায়গার ভাড়াও আদায় করেন। সম্প্রতি টেনু মিয়া ফরিদ মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার সকালে টেনু মিয়া তার দোকান ভাঙচুর করেন এবং দোকানের সব ফল নষ্ট করে দেন।
পরবর্তীতে ফরিদ মিয়া নিরুপায় হয়ে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। সেনাবাহিনীর হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন।