
বাংলার খবর ডেস্কঃ
আসছে আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ২০২৫, রোজ -শুক্রবার ও শনিবার ২দিন ব্যাপী নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষ্যে ভক্ত বৃন্দের নিরবিচ্ছিন্ন যাতায়াত এর সুবিধার্থে ও সিএনজি ড্রাইভারা যেনো অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সিএনজি চালক সমবায় সমিতির সদস্যদের সাথে বসে আলোচনার মাধ্যমে সিএনজি ভাড়া নির্ধারণ করে দেন ৯ নং নোয়াপড়া ইউনিয়ন চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল।
৯ ফেব্রুয়ারি (রবিবার) সকালে নোয়াপাড়া ইউনিয়ন কার্যালয়ে রতনপুর সিএনজি চালক সমবায় সমিতি, নোয়াপাড়া সিএনজি চালক সমবায় সমিতি এবং খড়কি সিএনজি চালক সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক করে সিএনজি ভাড়া নির্ধারণ করা হয়।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।
নোয়াপড়া ইউনিয়ন চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল জানান, আমরা সকল সিএনজি চালক সমবায় সমিতির সাথে বসে আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করি যে রতনপুর সিএনজি/বাস স্ট্যান্ড থেকে ফান্দাউক বাজার পর্যন্ত ভাড়া জনপ্রতি ৫০/- (পঞ্চাশ টাকা)ও নোয়াপাড়া বাজার/কায়সার নগর থেকে ফান্দাউক বাজার পর্যন্ত ভাড়া জনপ্রতি ৭০/- (সত্তর টাকা) এবং খড়কি বাজার সিএনজি স্ট্যান্ড থেকে ফান্দাউক বাজার পর্যন্ত ভাড়া জনপ্রতি ৯০/- (নব্বই টাকা)। এর সাথে খাটুরা স্ট্যান্ড থেকে ফান্দাউক বাজার পর্যন্ত ভাড়া জনপ্রতি ১০০/- (একশত টাকা)। ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়।
তিনি আরো জানান, এর বাহিরে যদি কোনো সিএনজি ড্রাইভার অতিরিক্ত ভাড়া আদায় করে বা অতিরিক্ত ভাড়া দাবি করে তারা যেন বিষয় টি আমাদেরকে জানাই।
সিএনজি ড্রাইভাররা অতিরিক্ত ভাড়া দাবি করলে যেসব নাম্বারে যোগাযোগ করবেন সকলের সুবিধার্থে নাম্বার গুলো উল্লেখ করা হলো- মোঃ আনোয়ার আলী, সভাপতি-রতনপুর স্ট্যান্ড সিএনজি চালক সমবায় সমিতি 01738 353083
মোঃ শামীম মিয়া, কাউন্টার মাস্টার
নোয়াপাড়া সিএনজি চালক সমবায় সমিতি
01745 137839
মোঃ জাহাঙ্গীর মিয়া
খড়কি-খাটুরা সিএনজি চালক সমবায় সমিতি
01745 339314