
হোসাইন জিয়াদ, চট্টগ্রাম:
চট্টগ্রামে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত বর্ণাঢ্য জশনে জুলুসে পদদলিত হয়ে একজন ও গরম সহ্য করতে না পেরে আরেকজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পটিয়া উপজেলার আইয়ুব আলী ও কালা মিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রচণ্ড ভিড় ও গরমে অসুস্থ হয়ে আইয়ুব আলী নিচে পড়ে যান। এসময় একটি লোহার ব্রিজ ভেঙে কয়েকজন নিচে পড়ে গেলে পদদলিত হয়ে গুরুতর আহত হন সাইফুল ইসলামসহ আরও দু’জন। পরে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আইয়ুব আলী ও সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ভোর থেকে নগরের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে আসতে থাকেন। সকাল ৯টায় আলমগীর খানকাহ থেকে জুলুসটি যাত্রা শুরু হয়। লাখো মানুষের অংশগ্রহণে আয়োজিত এ শোভাযাত্রায় দরুদ পাঠে মুখরিত হয়ে ওঠে নগরীর বিভিন্ন সড়ক।
জশনে জুলুসের নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রাম নগরে।