
বাংলার খবর ডেস্ক ॥
রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
### অভিযানের বিবরণ
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—
– নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক **সাদ্দাম হোসেন পাভেল (৫০)**
– বাউফল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক **মো. তানজিল হোসেন অভি (২৯)**
– বাউফল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক **মো. আনিসুর রহমান হাওলাদার (৪৩)**
– বাউফল উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি **এ কে এম খোরশেদ আলম (৬৫)**
– বংশাল থানার আওয়ামী লীগের নেতা **মো. দেলোয়ার হোসেন বাবলু (৬১)**
– উত্তরা পূর্ব ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক **আল মামুন ভূঁইয়া (২৯)**
– যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য **মো. কায়কোবাদ ওসমানী (৫৩)**
– মুন্সিগঞ্জ লৌহজং থানার সাবেক ইউপি চেয়ারম্যান **মো. আনোয়ার হোসেন (৬০)**
### পুলিশের বক্তব্য
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছিলেন। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা তাঁদের ছিল। এ ছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
### পৃথক স্থানে অভিযান
– ডিবির **সাইবার বিভাগ** মোহাম্মদপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করে।
– **মতিঝিল বিভাগ** সন্ধ্যা ৬টায় সবুজবাগের মানিকদিয়া এলাকা থেকে তানজিল হোসেন অভি ও আনিসুর রহমান হাওলাদারকে গ্রেপ্তার করে।
– একই বিভাগ