ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে প্রায় ৭৪ লক্ষ টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত এক মাসে ১১টি সফল অভিযানে প্রায় ৭৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।

সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় জিরা, জিলেট ব্লেড ও কাবেরী মেহেদী। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৬৯ লাখ ৮০ হাজার ৮০০ টাকা। বিজিবির তথ্যমতে, পণ্যগুলো কাভার্ড ভ্যানে করে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পাচার করা হচ্ছিল।

এ ছাড়া হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৫ কেজি ভারতীয় গাঁজা, ৫০ বোতল ইস্কফ সিরাপ, ভারতীয় চিনি, সেগুন কাঠ, আতশবাজি, মশার কয়েল, ফুচকা, বাইসাইকেল ও দেশীয় রাবার জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য প্রায় ৪ লাখ ৪২ হাজার ৬০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা আমাদের প্রধান দায়িত্ব।” তিনি আরও বলেন, “বিজিবি জনগণের আস্থা ও নিরাপত্তার প্রতীক। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট চোরাচালানী চক্রকে শনাক্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে।

উল্লেখ্য, শুধু আগস্ট মাসেই ৫৫ বিজিবির অভিযানে ২ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ৩১০ টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করা হয়। সাম্প্রতিক অভিযানগুলো সেই ধারাবাহিকতারই অংশ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে প্রায় ৭৪ লক্ষ টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

আপডেট সময় ০৩:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত এক মাসে ১১টি সফল অভিযানে প্রায় ৭৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।

সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় জিরা, জিলেট ব্লেড ও কাবেরী মেহেদী। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৬৯ লাখ ৮০ হাজার ৮০০ টাকা। বিজিবির তথ্যমতে, পণ্যগুলো কাভার্ড ভ্যানে করে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পাচার করা হচ্ছিল।

এ ছাড়া হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৫ কেজি ভারতীয় গাঁজা, ৫০ বোতল ইস্কফ সিরাপ, ভারতীয় চিনি, সেগুন কাঠ, আতশবাজি, মশার কয়েল, ফুচকা, বাইসাইকেল ও দেশীয় রাবার জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য প্রায় ৪ লাখ ৪২ হাজার ৬০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা আমাদের প্রধান দায়িত্ব।” তিনি আরও বলেন, “বিজিবি জনগণের আস্থা ও নিরাপত্তার প্রতীক। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট চোরাচালানী চক্রকে শনাক্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে।

উল্লেখ্য, শুধু আগস্ট মাসেই ৫৫ বিজিবির অভিযানে ২ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ৩১০ টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করা হয়। সাম্প্রতিক অভিযানগুলো সেই ধারাবাহিকতারই অংশ।