
বাংলার খবর প্রতিনিধি, লাখাই (হবিগঞ্জ):
মাওয়া পদ্মা সেতু এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় ছয়দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হওয়া মোজাম্মেল হকের মরদেহ বৃহস্পতিবার রাতে লাখাই উপজেলার সিংহগ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে। সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে তার জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
শোকাবহ পরিবেশে মোজাম্মেলের মরদেহ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে নিজ গ্রামে পৌঁছালে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। গ্রামের প্রতিটি মুখে বিষাদের ছাপ, যেন কোনো উৎসবের দিন হঠাৎ কালো মেঘে ঢেকে গেছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে পদ্মা নদীতে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে মোজাম্মেল নিখোঁজ হন। ছয় দিন পর নদী থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দাফনের সময় মোজাম্মেলের স্ত্রী ও তিন সন্তানকে ঘিরে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এলাকাবাসীর মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছে।
সবার একটাই দোয়া—আল্লাহ যেন মোজাম্মেল হককে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন।