ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাওয়ায় স্পিডবোট-ট্রলার সংঘর্ষ: ৬ দিন পর লাখাইয়ের মোজাম্মেল হকের গলিত লাশ উদ্ধার Logo জনি হত্যা মামলায় আসামির রিমান্ড, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা Logo জাতীয় প্রতীক ‘শাপলা’ পাচ্ছে না এনসিপি Logo নবীগঞ্জে দুই দিন ধরে জনশূন্য শহর, সংঘর্ষের জেরে আটক ১৩, সালিশ কমিটি গঠিত Logo মামলার সংখ্যা জানতে চাইলেন সুব্রত বাইন, রিমান্ডে ৭ দিন Logo দ্বিপাক্ষিক সহযোগিতায় এখনো প্রচুর সম্ভাবনা রয়েছে: ড. ইউনূস Logo দিনে স্কুলশিক্ষক, রাতে ভয়ংকর ডাকাত Logo হাইকোর্টের রায়: শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহারের নির্দেশ Logo মুজিবুল হক চুন্নুই বৈধ মহাসচিব, জিএম কাদেরের সিদ্ধান্ত অবৈধ: ব্যারিস্টার আনিসুল Logo পরিবহন শ্রমিকদের দাবিতে সিলেটে বৈঠক, অংশ নিলেন আরিফুল হক
ভুটানি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

দ্বিপাক্ষিক সহযোগিতায় এখনো প্রচুর সম্ভাবনা রয়েছে: ড. ইউনূস

বাংলার খবর ডেস্ক

বাংলাদেশের সঙ্গে ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “বাংলাদেশ যে অবকাঠামোগত সুবিধা দিচ্ছে, ভুটান তা সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির এখনো অনেক সুযোগ রয়েছে।”

মঙ্গলবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কারমা হামু দর্জিকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় রাষ্ট্রদূত ভুটানের প্রধানমন্ত্রী কর্তৃক পাঠানো শুভেচ্ছাবার্তাও তার কাছে হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত দর্জি বলেন, বাংলাদেশের সঙ্গে ভুটানের সম্পর্ক ঐতিহাসিক। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যেভাবে সহযোগিতা করছে, তার জন্য ভুটান কৃতজ্ঞ। তিনি আরও বলেন, ভবিষ্যতে এই সহযোগিতাকে আরও প্রসারিত করতে চায় ভুটান।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার জন্য তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় হওয়া জরুরি। এতে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। পাশাপাশি তিনি সার্ক চেতনা এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, “বাংলাদেশ চায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও মজবুত হোক।”

বৈঠক শেষে ড. ইউনূস রাষ্ট্রদূত দর্জিকে বাংলাদেশে স্বাগত জানিয়ে আশ্বাস দেন, তার কার্যকালে বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাওয়ায় স্পিডবোট-ট্রলার সংঘর্ষ: ৬ দিন পর লাখাইয়ের মোজাম্মেল হকের গলিত লাশ উদ্ধার

error:

ভুটানি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

দ্বিপাক্ষিক সহযোগিতায় এখনো প্রচুর সম্ভাবনা রয়েছে: ড. ইউনূস

আপডেট সময় ০৬:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

বাংলার খবর ডেস্ক

বাংলাদেশের সঙ্গে ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “বাংলাদেশ যে অবকাঠামোগত সুবিধা দিচ্ছে, ভুটান তা সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির এখনো অনেক সুযোগ রয়েছে।”

মঙ্গলবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কারমা হামু দর্জিকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় রাষ্ট্রদূত ভুটানের প্রধানমন্ত্রী কর্তৃক পাঠানো শুভেচ্ছাবার্তাও তার কাছে হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত দর্জি বলেন, বাংলাদেশের সঙ্গে ভুটানের সম্পর্ক ঐতিহাসিক। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যেভাবে সহযোগিতা করছে, তার জন্য ভুটান কৃতজ্ঞ। তিনি আরও বলেন, ভবিষ্যতে এই সহযোগিতাকে আরও প্রসারিত করতে চায় ভুটান।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার জন্য তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় হওয়া জরুরি। এতে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। পাশাপাশি তিনি সার্ক চেতনা এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, “বাংলাদেশ চায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও মজবুত হোক।”

বৈঠক শেষে ড. ইউনূস রাষ্ট্রদূত দর্জিকে বাংলাদেশে স্বাগত জানিয়ে আশ্বাস দেন, তার কার্যকালে বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।