
আবদুর রউফ আশরাফ।।
২৫ ফেব্রুয়ারী ২০২৫ মঙ্গলবার সকাল ১০টায় ফেদায়ে ইসলাম ভবনের নিচতলায় শিক্ষক হলরুমে বোর্ডের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়েরর সঞ্চালনায় সিনিয়র সহ-সভাপতি মাওলানা কারী রশিদ আহমদ হামিদীর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত ডেলিকেটদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন বোর্ডের সম্মানিত উপদেষ্টা ও বানিয়াচং ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, বোর্ডের সহ-সভাপতি মাওলানা কারী সাইফুর রহমান মাক্কী, মাওলানা কারী হিলাল আহমদ, মাওলানা হাফিজ শফিউল আলম, হাফিজ মাওলানা ফখররুজ্জামান, সহকারী সম্পাদক মাওলানা কারী আব্দুর রহমান শরীফপুরী, বোর্ডের কেন্দ্রীয় পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা কারী আব্দুল গফুর কবীর,বানিয়াচং ফাজিল মাদরাসার প্রফেসর জনাব ফজলুক।
কর্মশালায় অংশগ্রহণ কারীদের মধ্যে মশকে কিরাত প্রদান করেন বোর্ডের কেন্দ্রীয় প্রশিক্ষক কারী মাওলানা আব্দুর নূর আনোয়ারী ও বোর্ডের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা কারী আনহার উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বোর্ডের সহ-সভাপতি মুফতি জহিরুদ্দীন কাসেমী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা কারী আব্দুল বাছিত আরিফ,কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক মাওলানা কারী মোসলেহ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সহকারী মিডিয়া সম্পাদক মাওলানা কারী মাহফুজুর রহমান হুজায়ফা,বোর্ডের কেন্দ্রীয় সদস্য মাওলানা কারী সাজ্জাদুর রহমানসহ আল-খলীলের কেন্দ্রীয় জিম্মাদারগণ।
আল-খলীল বোর্ডের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমীরে আঞ্জুমান মুফতি মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী হাফিজাহুল্লাহ’র গুরুত্বপূর্ণ নসিহত ও দোয়ার মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।