
লাখাই উপজেলার যে সকল ব্যক্তি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন তাদের উদ্যোগে” ইউনাইটেড ফর লাখাই “একটি সংগঠন এর আত্মপ্রকাশ করছে।
এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ভার্চু্্যয়ালী প্রেস কনফারেন্স রবিবার (২৫ মে) রাত ৮ উপজেলার স্থানীয় বুল্লাবাজারে বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনাইটেড ফর লাখাই এর প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ব্যাংকার আব্দুল আওয়াল ও সন্চালনায়- ছিলেন সংগঠন এর সমন্বয়ক শফিউল আলম সজল।
প্রেস কনফারেন্সে ইউনাইটেড ফর লাখাই এর লক্ষ্য ও উদ্দেশ্য ও লাখাই উপজেলা সামগ্রিক উন্নয়নে গৃহীত কর্মকান্ড তুলে ধরে আলোচনায় অংশ নেন সংগঠন এর প্রধান সমন্বয়ক ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কাউছার মমিন,।
এ সময় প্রেস কনফারেন্স এ উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট আলী নোয়াজ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লাখাই অনলাইন প্রেসক্লাব এর সভাপতি মহসিন সাদেক, সাংবাদিক পারভেজ হাসান, জুবায়ের আহমেদ প্রমূখ।