ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভাত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, প্রাণ গেল কিশোরের Logo গণতন্ত্রবিরোধীরা আবার জোট পাকাচ্ছে: মির্জা ফখরুল Logo জুলাই-আগস্টের শহীদদের স্মরণে শেরপুরে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমিরসহ নিহত ৩ Logo এশিয়া কাপ নিয়ে নতুন জটিলতা, ঢাকায় আসতে চায় না ভারত-শ্রীলঙ্কা-আফগানিস্তান Logo সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম একক সমাবেশে আজ দুই বিষয়ে বার্তা দেবে জামায়াত Logo সরকারই উসকানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে : ড. রেদোয়ান Logo শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন Logo শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

আঞ্জুমানে হেফাজতে ইসলাম হবিগঞ্জ জেলার পুনর্গঠিত কমিটির সাথে আমীরে আঞ্জুমানের মতবিনিময়

আজ ২০ মে, মঙ্গলবার, আঞ্জুমানে হেফাজতে ইসলাম হবিগঞ্জ জেলা শাখার পুনর্গঠিত কমিটির ৬০ জনের একটি বিশাল কাফেলা আজ আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে বরুণা সফর করেছেন।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

হবিগঞ্জের ৯টি উপজেলা থেকে নির্বাচিত দায়িত্বশীলগণ এ সফরে শামিল ছিলেন। বাদ আসর ও বাদ মাগরিব-দুই সেশনে আমীরে আঞ্জুমান তাঁদেরকে মূল্যবান সময় দিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও নসীহত পেশ করেন।

জেলা কমিটির পক্ষ থেকে জেলা আমীর হাফিজ মাওলানা নাজমুল হুদা চৌধুরী ও জেলা নাজিম(সেক্রেটারি) ক্বারী মাওলানা আব্দিল হালিম সীমেরগাঁও জেলা কমিটির গৃহীত সাংগঠনিক সিদ্ধান্তসমূহ ও প্রস্তাবনাগুলো উপস্থাপন করেন।

এ সময় মতবিনিময় সভায় কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে নাজিম(যুগ্মমহাসচীব) হাফিজ মাওলানা সা’দ আহমদ আমীন বর্ণভী, নাজিমে এশাআত(প্রচার ও প্রকাশনা সম্পাদক) মাওলানা শিব্বির আহমদ ফতেহপুরী, নাজিমে তানজীম(সাংগঠনিক সম্পাদক) জাবের আল হুদা চৌধুরী।

হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আগত উলামায়ে কেরাম ও বিশিষ্ট সুধীজনের বিশাল এই কাফেলার উপস্থিতি দেখে আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম আবেগাপ্লুত হয়ে গোটা বিশ্বের মুসলিম উম্মাহের ঘরে ঘরে দ্বীনের দাওয়াত ও তা’লিমের আওয়াজ পৌঁছে দেয়ার হিম্মত নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।

তিনি বলেন, সা’দ বিন মালিক রাঃ ইসলাম গ্রহণের পর তাঁর মুশরিকা মা খানাপিনা ছেড়ে দেন। ছেলেকে বলেন, তুমি ইসলাম থেকে ফিরে না এলে আমি আমরণ পানাহার ছেড়ে দিব।

সাহাবী সা’দ রাঃ জবাবে বলেন, মা, আমি তোমাকে ভালোবাসি ঠিক, কিন্তু ইসলামের প্রশ্নে আল্লাহ যদি তোমাকে শতবার প্রাণ দান করেন, আর তুমি শতবারও এই উদ্দেশ্যে মারা যেতে চাও, তবু আমি ইসলাম ছাড়তে পারবোনা।

আমীরে আঞ্জুমান বলেন, আমরা বর্তমানে ইসলামের প্রশ্নে বহু সংকটের মুখে দাঁড়িয়ে আছি। ইসলাম বিরোধী শক্তি সব এক হয়ে গিয়েছে। আমরা হযরত সা’দের মত হবো। মত পার্থক্য ও ভেদাভেদ ভুলে গিয়ে সকল ঘরানার মুসলমানদের সাথে নিয়ে এক মজবুত দেয়ালের মত দাঁড়িয়ে যাবো। দ্বীন ও ইসলাম ছাড়বোনা। ইসলামের প্রশ্নে কোম আপোস করবোনা।

হাদীস শরীফে এসেছে, এক মু’মিন অপর মু’মিনের জন্য আয়নার মত। আঞ্জুমানে হেফাজতে ইসলামের কর্মীদের কারো মধ্যে কোন ত্রুটি দেখা দিলে পিছনে সমালোচনা ও গীবত না করে আয়নার মত তাঁকে কাছে ডেকে ত্রুটিগুলোর ব্যাপারে দরদ নিয়ে সতর্ক করে দিব। প্রয়োজনে দায়িত্বশীলদের শরণাপন্ন হবো।

তিনি বলেন, আঞ্জুমানে হেফাজতে ইসলাম হযরত বর্ণভী রহঃ এর রেখে যাওয়া আমানত। আমি, আপনি আমরা সবাই এই আমানত রক্ষা করে যাবো। বুযুর্গানে দ্বীন আমাদেরকে যে আদর্শ ও শিক্ষার উপর রেখে গিয়েছেন, আমরা প্রাণ থাকতে তা ভূলুণ্ঠিত হতে দিবনা। আজকে আপনাদের এই আগমন এটা সাধারণ কোন সফর নয়, আমি মনে করি আপনারা সবাই আল্লাহর পক্ষ থেকে এসেছেন।’

আলহামদুলিল্লাহ, আমীরে আঞ্জুমানের আজকের গুরুত্বপূর্ণ নসীহত, দিক নির্দেশনা ও দুআ’ উপস্থিত দায়িত্বশীল ও কর্মীদেরকে আঞ্জুমানের ইলহামী ও ইসলাহী কাজকে বেগবান করতে প্রেরণা যোগাবে বলে আশা ব্যক্ত করেন জেলা কমিটি

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ভাত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, প্রাণ গেল কিশোরের

error:

আঞ্জুমানে হেফাজতে ইসলাম হবিগঞ্জ জেলার পুনর্গঠিত কমিটির সাথে আমীরে আঞ্জুমানের মতবিনিময়

আপডেট সময় ১১:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

আজ ২০ মে, মঙ্গলবার, আঞ্জুমানে হেফাজতে ইসলাম হবিগঞ্জ জেলা শাখার পুনর্গঠিত কমিটির ৬০ জনের একটি বিশাল কাফেলা আজ আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে বরুণা সফর করেছেন।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

হবিগঞ্জের ৯টি উপজেলা থেকে নির্বাচিত দায়িত্বশীলগণ এ সফরে শামিল ছিলেন। বাদ আসর ও বাদ মাগরিব-দুই সেশনে আমীরে আঞ্জুমান তাঁদেরকে মূল্যবান সময় দিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও নসীহত পেশ করেন।

জেলা কমিটির পক্ষ থেকে জেলা আমীর হাফিজ মাওলানা নাজমুল হুদা চৌধুরী ও জেলা নাজিম(সেক্রেটারি) ক্বারী মাওলানা আব্দিল হালিম সীমেরগাঁও জেলা কমিটির গৃহীত সাংগঠনিক সিদ্ধান্তসমূহ ও প্রস্তাবনাগুলো উপস্থাপন করেন।

এ সময় মতবিনিময় সভায় কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে নাজিম(যুগ্মমহাসচীব) হাফিজ মাওলানা সা’দ আহমদ আমীন বর্ণভী, নাজিমে এশাআত(প্রচার ও প্রকাশনা সম্পাদক) মাওলানা শিব্বির আহমদ ফতেহপুরী, নাজিমে তানজীম(সাংগঠনিক সম্পাদক) জাবের আল হুদা চৌধুরী।

হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আগত উলামায়ে কেরাম ও বিশিষ্ট সুধীজনের বিশাল এই কাফেলার উপস্থিতি দেখে আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম আবেগাপ্লুত হয়ে গোটা বিশ্বের মুসলিম উম্মাহের ঘরে ঘরে দ্বীনের দাওয়াত ও তা’লিমের আওয়াজ পৌঁছে দেয়ার হিম্মত নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।

তিনি বলেন, সা’দ বিন মালিক রাঃ ইসলাম গ্রহণের পর তাঁর মুশরিকা মা খানাপিনা ছেড়ে দেন। ছেলেকে বলেন, তুমি ইসলাম থেকে ফিরে না এলে আমি আমরণ পানাহার ছেড়ে দিব।

সাহাবী সা’দ রাঃ জবাবে বলেন, মা, আমি তোমাকে ভালোবাসি ঠিক, কিন্তু ইসলামের প্রশ্নে আল্লাহ যদি তোমাকে শতবার প্রাণ দান করেন, আর তুমি শতবারও এই উদ্দেশ্যে মারা যেতে চাও, তবু আমি ইসলাম ছাড়তে পারবোনা।

আমীরে আঞ্জুমান বলেন, আমরা বর্তমানে ইসলামের প্রশ্নে বহু সংকটের মুখে দাঁড়িয়ে আছি। ইসলাম বিরোধী শক্তি সব এক হয়ে গিয়েছে। আমরা হযরত সা’দের মত হবো। মত পার্থক্য ও ভেদাভেদ ভুলে গিয়ে সকল ঘরানার মুসলমানদের সাথে নিয়ে এক মজবুত দেয়ালের মত দাঁড়িয়ে যাবো। দ্বীন ও ইসলাম ছাড়বোনা। ইসলামের প্রশ্নে কোম আপোস করবোনা।

হাদীস শরীফে এসেছে, এক মু’মিন অপর মু’মিনের জন্য আয়নার মত। আঞ্জুমানে হেফাজতে ইসলামের কর্মীদের কারো মধ্যে কোন ত্রুটি দেখা দিলে পিছনে সমালোচনা ও গীবত না করে আয়নার মত তাঁকে কাছে ডেকে ত্রুটিগুলোর ব্যাপারে দরদ নিয়ে সতর্ক করে দিব। প্রয়োজনে দায়িত্বশীলদের শরণাপন্ন হবো।

তিনি বলেন, আঞ্জুমানে হেফাজতে ইসলাম হযরত বর্ণভী রহঃ এর রেখে যাওয়া আমানত। আমি, আপনি আমরা সবাই এই আমানত রক্ষা করে যাবো। বুযুর্গানে দ্বীন আমাদেরকে যে আদর্শ ও শিক্ষার উপর রেখে গিয়েছেন, আমরা প্রাণ থাকতে তা ভূলুণ্ঠিত হতে দিবনা। আজকে আপনাদের এই আগমন এটা সাধারণ কোন সফর নয়, আমি মনে করি আপনারা সবাই আল্লাহর পক্ষ থেকে এসেছেন।’

আলহামদুলিল্লাহ, আমীরে আঞ্জুমানের আজকের গুরুত্বপূর্ণ নসীহত, দিক নির্দেশনা ও দুআ’ উপস্থিত দায়িত্বশীল ও কর্মীদেরকে আঞ্জুমানের ইলহামী ও ইসলাহী কাজকে বেগবান করতে প্রেরণা যোগাবে বলে আশা ব্যক্ত করেন জেলা কমিটি