
বাংলার খবর ডেস্কঃ
মানব পাচার কার্যক্রমে জড়িত দুই বাংলাদেশী প্রবাসী এবং সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম স্ট্যাম্প জাল করার অভিযোগে আরও একজন বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে কুয়েত পুলিশ।
মানব পাচারের সাথে জড়িত দুই ব্যক্তি প্রতি লেনদেনে ১,৭০০ থেকে ১,৯০০ কুয়েতি দিনারের বিনিময়ে কর্মী আনছিল।
অন্য আরেকজনকে কুয়েত সরকারের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল স্ট্যাম্প তৈরির সাথে জড়িত থাকার বিষয়টি প্রকাশ পাওয়ার পর গ্রেপ্তার করা হয়।
এই তিনজনের বিরুদ্ধে কুয়েতের আইন অনুযায়ী শান্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।