
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করেছে যে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার রাতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয়। এর আগে, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
এ সিদ্ধান্তটি সরকারের পক্ষ থেকে নতুন রাজনৈতিক পরিস্থিতির আলোকে নেওয়া হয়েছে বলে জানা গেছে।