
**পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:**
হবিগঞ্জের লাখাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ শফি রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে উপজেলার জিরুন্ডা কদমতলা অটোরিকশা স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক শফি রহমান জিরুন্ডা গ্রামের মৃত হবি রহমানের ছেলে।
লাখাই থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই প্রণয় সরকার, এএসআই আনোয়ারুল হক ও কনস্টেবল প্রণয় নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে শফির দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্ধে আলী বলেন, “আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল শনিবার তাকে আদালতে পাঠানো হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, শফি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।