
বাংলার খবর ডেস্ক
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ‘ব্যর্থ ও অদক্ষ’ দাবি করে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এই কর্মসূচি শুরু হয়।
আরিফুল হক জানান, শ্রমিক, মালিক ও ব্যবসায়ীদের অধিকার আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে স্থানীয় বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারাও অংশ নেন।
বক্তব্যে আরিফুল অভিযোগ করেন, জেলা প্রশাসক কোনো নোটিশ ছাড়াই পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন এবং নগরের মেজরটিলা এলাকায় রাস্তার পাশে স্থাপনা উচ্ছেদ করেছেন। এসব পদক্ষেপকে ব্যবসাবান্ধব পরিবেশবিরোধী বলে দাবি করেন তিনি।
সমাবেশ থেকে বলা হয়, শুক্রবারের মধ্যে ডিসিকে প্রত্যাহার না করা হলে শনিবার থেকে সিলেটের সব সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এ কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপির নেতারা ছাড়াও শ্রমিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাথর ভাঙার যন্ত্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশে, এবং মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সওজ-এর তত্ত্বাবধানে।
জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, “সরকারি নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করা হচ্ছে। আমার বিরুদ্ধে অপসারণ দাবিকে দুঃখজনক মনে করি।”
অন্যদিকে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, জেলা প্রশাসকের সঙ্গে আরিফুল হকের ব্যক্তিগত দূরত্ব এবং চলমান পাথরকোয়ারি সংকটকে ঘিরেই মূলত এই কর্মসূচি এসেছে।