ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন Logo সিলেটের ডিসিকে ‘ব্যর্থ’ দাবি করে প্রত্যাহার চেয়ে রাজপথে অবস্থান আরিফুলের Logo প্রধান উপদেষ্টার ‘কাউন্টডাউন শুরু’ পোস্ট: তাপসী তাবাসসুম চাকরিচ্যুত Logo মাধবপুর থানায় সাংবাদিকদের সঙ্গে নতুন ওসি, বললেন: মাদককে ছাড় নয় Logo চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরখাস্ত: সরকারের কঠোর পদক্ষেপ শুরু Logo বেঙ্গালুরুতে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু, দায় চাপল আরসিবির ওপর Logo আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড Logo রোহিতদের বাংলাদেশ সফর নিয়ে আপত্তি, অনিশ্চয়তায় সিরিজ Logo মাধবপুরে নারী উদ্যোক্তাদের বিকাশে জাতীয় মহিলা সংস্থার ভাতা প্রদান ও প্রদর্শনী Logo গাঁজা ও লক্ষাধিক টাকা সহ মাদক ব্যবসায়ী রায়েছ গ্রেফতার৷

সিলেটের ডিসিকে ‘ব্যর্থ’ দাবি করে প্রত্যাহার চেয়ে রাজপথে অবস্থান আরিফুলের

Oplus_16777216

বাংলার খবর ডেস্ক
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ‘ব্যর্থ ও অদক্ষ’ দাবি করে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এই কর্মসূচি শুরু হয়।

আরিফুল হক জানান, শ্রমিক, মালিক ও ব্যবসায়ীদের অধিকার আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে স্থানীয় বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারাও অংশ নেন।

বক্তব্যে আরিফুল অভিযোগ করেন, জেলা প্রশাসক কোনো নোটিশ ছাড়াই পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন এবং নগরের মেজরটিলা এলাকায় রাস্তার পাশে স্থাপনা উচ্ছেদ করেছেন। এসব পদক্ষেপকে ব্যবসাবান্ধব পরিবেশবিরোধী বলে দাবি করেন তিনি।

সমাবেশ থেকে বলা হয়, শুক্রবারের মধ্যে ডিসিকে প্রত্যাহার না করা হলে শনিবার থেকে সিলেটের সব সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এ কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপির নেতারা ছাড়াও শ্রমিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাথর ভাঙার যন্ত্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশে, এবং মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সওজ-এর তত্ত্বাবধানে।

জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, “সরকারি নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করা হচ্ছে। আমার বিরুদ্ধে অপসারণ দাবিকে দুঃখজনক মনে করি।”

অন্যদিকে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, জেলা প্রশাসকের সঙ্গে আরিফুল হকের ব্যক্তিগত দূরত্ব এবং চলমান পাথরকোয়ারি সংকটকে ঘিরেই মূলত এই কর্মসূচি এসেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

error:

সিলেটের ডিসিকে ‘ব্যর্থ’ দাবি করে প্রত্যাহার চেয়ে রাজপথে অবস্থান আরিফুলের

আপডেট সময় ০৭:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

বাংলার খবর ডেস্ক
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ‘ব্যর্থ ও অদক্ষ’ দাবি করে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এই কর্মসূচি শুরু হয়।

আরিফুল হক জানান, শ্রমিক, মালিক ও ব্যবসায়ীদের অধিকার আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে স্থানীয় বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারাও অংশ নেন।

বক্তব্যে আরিফুল অভিযোগ করেন, জেলা প্রশাসক কোনো নোটিশ ছাড়াই পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন এবং নগরের মেজরটিলা এলাকায় রাস্তার পাশে স্থাপনা উচ্ছেদ করেছেন। এসব পদক্ষেপকে ব্যবসাবান্ধব পরিবেশবিরোধী বলে দাবি করেন তিনি।

সমাবেশ থেকে বলা হয়, শুক্রবারের মধ্যে ডিসিকে প্রত্যাহার না করা হলে শনিবার থেকে সিলেটের সব সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এ কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপির নেতারা ছাড়াও শ্রমিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাথর ভাঙার যন্ত্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশে, এবং মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সওজ-এর তত্ত্বাবধানে।

জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, “সরকারি নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করা হচ্ছে। আমার বিরুদ্ধে অপসারণ দাবিকে দুঃখজনক মনে করি।”

অন্যদিকে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, জেলা প্রশাসকের সঙ্গে আরিফুল হকের ব্যক্তিগত দূরত্ব এবং চলমান পাথরকোয়ারি সংকটকে ঘিরেই মূলত এই কর্মসূচি এসেছে।