
সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির তুমাইর চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এ চাঁদ দেখা নিশ্চিত করা হয়েছে। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আগামী ৬ জুন, শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হবে সৌদি আরবে আর ৭ই জুন বাংলাদেশে। তার আগের দিন, ৫ জুন, বৃহস্পতিবার পালিত হবে পবিত্র আরাফাত দিবস।
সৌদির পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জানা গেছে।
দুই পবিত্র মসজিদসংক্রান্ত তথ্যভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় ২৮ মে, বুধবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে ৯ জিলহজ হবে ৫ জুন (আরাফার দিন), আর ১০ জিলহজ, অর্থাৎ ৬ জুন, পালিত হবে ঈদুল আজহা।