ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজার সড়কে বসে হাঁস মোরগের হাট, বাড়ছে জনদুর্ভোগ Logo বানিয়াচংয়ে ভূমি মেলা উদ্বোধন Logo ডিএসসিসি মেয়র হিসেবে শপথ চেয়ে হাইকোর্টে এখনো রিট করেননি বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন Logo বানিয়াচং পুলিশের গাড়ি ব্যারিকেড দিয়ে ডাকাতি Logo কোন গোয়েন্দা সংস্থার চর হিসেবে কাজ করছে বাঁধন Logo হবিগঞ্জের সিনেমা হলে প্রেমের ফাঁদে ধর্ষণ Logo ফতুল্লা থেকে এক আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার Logo গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন নাঈম মুহাম্মদ Logo অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন করার অভিযোগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি Logo কুরবানি সামনে রেখে লাখাইয়ে ব্যস্ততা বেড়েছে কামারদের

গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন নাঈম মুহাম্মদ

বাংলাদেশের অন্যতম এডটেক প্লাটফর্ম ‘হ্যাপি স্কিলস’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (Founder & CEO) সম্প্রতি Global Excellence Leadership Award 2025-এর “Successful Entrepreneur” ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন।

এই সম্মানজনক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৪ মে ২০২৫, শনিবার, সন্ধ্যা ৬টায় ঢাকার হোটেল স্কাই সিটি’র ব্যাংকুয়েট হলে। আয়োজক হিসেবে ছিল Global Youth Business Innovation Forum (GYBIF), এবং এতে অংশ নেন বিশিষ্ট বিচারপতি, প্রশাসনিক কর্মকর্তা, সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

নাঈম মুহাম্মদ পরিচালিত হ্যাপি স্কিলস বর্তমানে বাংলাদেশের অন্যতম দ্রুতবর্ধনশীল অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। ইতোমধ্যে এই প্লাটফর্মের মাধ্যমে ৪০টিরও অধিক কোর্সে অংশগ্রহণ করেছে ১৬,০০০-এর বেশি শিক্ষার্থী। প্রতিষ্ঠানটিতে ২৫ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা নিয়মিত পাঠদান করছেন।

এর আগে তিনি International Digital Business Award 2025-এ ভূষিত হন শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে বিশেষ অবদানের জন্য।

পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে নাঈম মুহাম্মদ বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়— এটা হ্যাপি স্কিলসের প্রতিটি শিক্ষার্থী, নিবেদিতপ্রাণ টিমমেম্বার ও শুভাকাঙ্ক্ষীদের। আমরা বিশ্বাস করি, ‘দক্ষতাই ভবিষ্যৎ’। আর সেই ভবিষ্যতের ভিত গড়তেই কাজ করছি আমরা।”

প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো— “সকল ধরণের শিক্ষাকে আরও সহজলভ্য, আনন্দায়ক, প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও মূল্যভিত্তিক করে তোলা। যেন দেশের প্রত্যন্ত অঞ্চল ও পিছিয়ে থাকা জনগোষ্ঠী সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনমান উন্নত করতে পারে। পাশাপাশি, ‘ইংলিশ ই-ক্যাম্পাস’-এর মাধ্যমে বৈশ্বিক পরিসরে মানসম্পন্ন শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সহজপ্রাপ্য ও মানসম্মত অনলাইন শিক্ষার সুযোগ তৈরি করাও আমাদের অন্যতম লক্ষ্য। আমরা বিশ্বাস করি— হ্যাপিনেস যখন শেখার সঙ্গী হয়, তখন শিক্ষা হয়ে ওঠে স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি।”

তরুণ উদ্যোক্তা নাঈম মুহাম্মদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত ঈমান আলীর ছেলে।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজার সড়কে বসে হাঁস মোরগের হাট, বাড়ছে জনদুর্ভোগ

error:

গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন নাঈম মুহাম্মদ

আপডেট সময় ১১:২৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

বাংলাদেশের অন্যতম এডটেক প্লাটফর্ম ‘হ্যাপি স্কিলস’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (Founder & CEO) সম্প্রতি Global Excellence Leadership Award 2025-এর “Successful Entrepreneur” ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন।

এই সম্মানজনক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৪ মে ২০২৫, শনিবার, সন্ধ্যা ৬টায় ঢাকার হোটেল স্কাই সিটি’র ব্যাংকুয়েট হলে। আয়োজক হিসেবে ছিল Global Youth Business Innovation Forum (GYBIF), এবং এতে অংশ নেন বিশিষ্ট বিচারপতি, প্রশাসনিক কর্মকর্তা, সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

নাঈম মুহাম্মদ পরিচালিত হ্যাপি স্কিলস বর্তমানে বাংলাদেশের অন্যতম দ্রুতবর্ধনশীল অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। ইতোমধ্যে এই প্লাটফর্মের মাধ্যমে ৪০টিরও অধিক কোর্সে অংশগ্রহণ করেছে ১৬,০০০-এর বেশি শিক্ষার্থী। প্রতিষ্ঠানটিতে ২৫ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা নিয়মিত পাঠদান করছেন।

এর আগে তিনি International Digital Business Award 2025-এ ভূষিত হন শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে বিশেষ অবদানের জন্য।

পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে নাঈম মুহাম্মদ বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়— এটা হ্যাপি স্কিলসের প্রতিটি শিক্ষার্থী, নিবেদিতপ্রাণ টিমমেম্বার ও শুভাকাঙ্ক্ষীদের। আমরা বিশ্বাস করি, ‘দক্ষতাই ভবিষ্যৎ’। আর সেই ভবিষ্যতের ভিত গড়তেই কাজ করছি আমরা।”

প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো— “সকল ধরণের শিক্ষাকে আরও সহজলভ্য, আনন্দায়ক, প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও মূল্যভিত্তিক করে তোলা। যেন দেশের প্রত্যন্ত অঞ্চল ও পিছিয়ে থাকা জনগোষ্ঠী সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনমান উন্নত করতে পারে। পাশাপাশি, ‘ইংলিশ ই-ক্যাম্পাস’-এর মাধ্যমে বৈশ্বিক পরিসরে মানসম্পন্ন শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সহজপ্রাপ্য ও মানসম্মত অনলাইন শিক্ষার সুযোগ তৈরি করাও আমাদের অন্যতম লক্ষ্য। আমরা বিশ্বাস করি— হ্যাপিনেস যখন শেখার সঙ্গী হয়, তখন শিক্ষা হয়ে ওঠে স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি।”

তরুণ উদ্যোক্তা নাঈম মুহাম্মদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত ঈমান আলীর ছেলে।