
হবিগঞ্জের মাধবপুরে অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্ৰুপের ১০০তম মানবিক প্রোগ্রাম সম্পূর্ণ হয়েছে।
শনিবার( ৩ মে) সকাল ১০টায় মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে মৃত ফিরোজ আলীর ছেলে আমিরুল শাহ কে ঘর পুঃনির্মাণের টিন হস্তান্তর করা হয়। ঘর নির্মাণের জন্য টিন উপহার দিয়ে সহায়তা প্রদান করেন অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্রুপ।
জানা যায় হতদরিদ্র দিনমজুর আল আমিন ও তার বোন শারীরিক প্রতিবন্ধি বসত ঘর আগুন লাগে।মুহূর্তেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে।ওনাদের শেষ আশ্রয়স্থল টুকু পুড়ে ছাই হয়ে যায়। অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন স্বচ্ছতা গ্রুপের নজরে আসলে ২৪ঘন্টায় অর্থ সংগ্রহ করে টিন উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন অপরুপা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক শাহীন আলম রিপন, মুফতী শফিকুল ইসলাম ডালিম, ক্যাশিয়ার সাংবাদিক হামিদুর রহমান, শামসুল ইসলাম পরশ, সালাউদ্দিন রনি, ফারুক মিয়া, সাব্বির আহমেদ সাগর, অলিউল্লাহ সোহাগ প্রমুখ।
স্বচ্ছতা গ্ৰুপ ২০১৮ সাল থেকে অনলাইন মেসেঞ্জার গ্ৰুপের মাধ্যমে মাধবপুর উপজেলার প্রতিটি গ্রামে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতে এরকম মানবিক কাজ অব্যাহত থাকবে।