ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার Logo বিজয়নগরে ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ Logo যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা — “হাজারো শ্রমিক চাকরি হারাতে পারেন” বললেন সৈয়দ মো. ফয়সল Logo ফিটনেসবিহীন গণপরিবহণ সরাতে বিশেষ ঋণ দেবে সরকার Logo মহাসড়কে উল্টে গেল লরি, কুমিল্লায় ১০ কিমি যানজট ও ৫ ঘণ্টা ভোগান্তি Logo মুজিববাদী সংবিধান বাতিলের আহ্বান নাহিদের, সব জনগোষ্ঠীকে যুক্ত করার দাবি Logo পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করে দিল বাংলাদেশ! Logo সারজিস আলম ক্ষমা না চাইলে বান্দরবানে এনসিপি নিষিদ্ধ ঘোষণা Logo বাড়ি ফিরেছেন প্রসূন আজাদের বাবা, নিখোঁজের পর ফেরার কারণ নিয়ে ধোঁয়াশা Logo একটু পর মাঠে গরম উত্তেজনা, মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রিজ, দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারের দাবী

Oplus_131072

*শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের দক্ষিণ হরিশ্যামা ও উত্তর হরিশ্যামা গ্রামের মধ্যে দিয়ে বোয়ালিয়া খালের উপর অবস্থিত একটি জরাজীর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, যেকোনো সময় ব্রিজটি ধ্বসে যেতে পারে এবং এর ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজটির অবস্থা গত এক যুগ ধরে অপরিবর্তিত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের আশ্বাস দিলেও কাজ কিছুই হয়নি।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

এই ব্রিজটি প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করেন, যার মধ্যে চারটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ এই ব্রিজের উপর দিয়ে ছাত্রছাত্রীদের যাতায়াত করতে গিয়ে অনেক সময়ই তারা ভয়ানক দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা নিয়ে চলাচল করেন।

স্থানীয় জনগণ এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা জানান, ব্রিজটির অবস্থা অত্যন্ত খারাপ। এর সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিরাও বহুবার উদ্যোগ নিয়েছেন। গত এক যুগে বেশ কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিরা এসেছেন এবং সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এলাকাবাসী জানিয়েছেন, তারা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন, কিন্তু এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে আন্দিউড়া ইউনিয়নের উত্তর হরিশ্যামা গ্রামের মেম্বার আবুল কাশেম এবং দক্ষিণ হরিশ্যামা গ্রামের মেম্বার বসু চৌধুরী বলেন, “আমরা অনেকবার বিভিন্ন জনপ্রতিনিধির কাছে গিয়ে ব্রিজটি সংস্কার করার অনুরোধ করেছি। তারা সবসময় আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।” তারা দ্রুত ব্রিজটির সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণের দাবি জানান।

মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউন নবী জানান, “এই জরাজীর্ণ ব্রিজটির পুনঃসংস্কারের জন্য আবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই আমরা দ্রুত কাজ শুরু করবো।”

এলাকার জনগণ এবং স্কুলের শিক্ষার্থীরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগের সমাধান করবে। ব্রিজটি সংস্কার হলে তাদের যাতায়াতে দুর্ভোগ কমবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকটা হ্রাস পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

error:

মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রিজ, দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারের দাবী

আপডেট সময় ০৫:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

*শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের দক্ষিণ হরিশ্যামা ও উত্তর হরিশ্যামা গ্রামের মধ্যে দিয়ে বোয়ালিয়া খালের উপর অবস্থিত একটি জরাজীর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, যেকোনো সময় ব্রিজটি ধ্বসে যেতে পারে এবং এর ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজটির অবস্থা গত এক যুগ ধরে অপরিবর্তিত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের আশ্বাস দিলেও কাজ কিছুই হয়নি।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

এই ব্রিজটি প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করেন, যার মধ্যে চারটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ এই ব্রিজের উপর দিয়ে ছাত্রছাত্রীদের যাতায়াত করতে গিয়ে অনেক সময়ই তারা ভয়ানক দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা নিয়ে চলাচল করেন।

স্থানীয় জনগণ এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা জানান, ব্রিজটির অবস্থা অত্যন্ত খারাপ। এর সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিরাও বহুবার উদ্যোগ নিয়েছেন। গত এক যুগে বেশ কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিরা এসেছেন এবং সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এলাকাবাসী জানিয়েছেন, তারা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন, কিন্তু এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে আন্দিউড়া ইউনিয়নের উত্তর হরিশ্যামা গ্রামের মেম্বার আবুল কাশেম এবং দক্ষিণ হরিশ্যামা গ্রামের মেম্বার বসু চৌধুরী বলেন, “আমরা অনেকবার বিভিন্ন জনপ্রতিনিধির কাছে গিয়ে ব্রিজটি সংস্কার করার অনুরোধ করেছি। তারা সবসময় আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।” তারা দ্রুত ব্রিজটির সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণের দাবি জানান।

মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউন নবী জানান, “এই জরাজীর্ণ ব্রিজটির পুনঃসংস্কারের জন্য আবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই আমরা দ্রুত কাজ শুরু করবো।”

এলাকার জনগণ এবং স্কুলের শিক্ষার্থীরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগের সমাধান করবে। ব্রিজটি সংস্কার হলে তাদের যাতায়াতে দুর্ভোগ কমবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকটা হ্রাস পাবে।