
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় ভারতীয় গাঁজা পাচারকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ মোঃ ইমতিয়াজ জানান,মঙ্গলবার বিকালে ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সস্তামোড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা ও অটোরিক্সাসহ দুই যুবককে আটক করে।
আটককৃতরা হল বানিয়াচং উপজেলার পশ্চিম ফুকরা গ্রামের মৃত মোঃ আনিছ উল্লাহর পুত্র মোঃ রুবেল মিয়া অপরজন মাধবপুর উপজেলার আশ্রবপুর গ্রামের মোঃ আলফু মিয়ার পুত্র মোঃ ইউসুফ মিয়া। আটককৃতদের বিরোদ্ধে মাদকদ্রব আইনে মাধবপুর থানায় মামলা দায়ের এর প্রস্তুুতি চলছে।