
আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে ব্যবহৃত আপত্তিকর স্লোগানের ব্যাপারে জনমনে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের বিবৃতিতে জানায়, এসব স্লোগানের দায়-দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে।
সোমবার (১২ মে) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগীদের রাজনৈতিক অবস্থান জাতির সামনে স্পষ্ট করতে হবে এবং তাদের ভূমিকা জনগণের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা প্রয়োজন।
এনসিপি দাবি করেছে, আওয়ামী ফ্যাসিবাদি সময়ে যারা নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, তাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ভূমিকা পালন করতে হবে। তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানায়।
এছাড়া, এনসিপি বিবৃতিতে আরও জানায়, বৃহত্তর ঐক্যের মাধ্যমেই মুজিববাদকে পরাস্ত করা সম্ভব হবে।