
বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের হিয়ালা মোল্লাবাড়ি নিবাসী হাজারো আলেমের ওস্তাদ শায়খুল হাদীস মাওলানা আহমদ আব্দুল্লাহ চৌধুরীর নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে পিতার পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। প্রচারবিমুখ দ্বীনি তালিমের খিদমতগার এ শায়খুল হাদীসের জানাজার নামাজে ঢাকা, সিলেট, মৌলভীবাজার সহ হবিগঞ্জের প্রত্যান্ত এলাকার অসংখ্য তালিবে এলিম, সহকর্মী আলেম ওলামা, আত্মীয় স্বজন অংশ গ্রহণ করেন। রবিবার ১৮ মে বিকেলে বাদ আসর হিয়ালা ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন আহমদ আব্দুল্লাহ চৌধুরীর ছোট ছাহেবজাদা হাফেজ বোরহান চৌধুরী।
জানাজার আগে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, সহকর্মী মুফতি আমজাদ হোসেন, মুফতি আহমদ উল্লাহ কাসেমী, মুফতি মইনুল হোসেন, মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা তাফহিমুল হক, মাওলানা আব্দুল হাই বাহুবলী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল হালিম কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম ও উক্ত মরহুমের শশুর বাহুবল তথা হবিগঞ্জ জেলার প্রবীণ আলেম মাওলানা আব্দুল বারী আনসারী