মাধবপুর প্রতিনিধি:
বৃহত্তর সিলেটের কৃতিসন্তান, প্রবীণ রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও কৃষি প্রতিমন্ত্রী এবং সাবেক উইপ আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ কায়সারের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনার নিজ গ্রামের ইটাখোলা সাহেববাড়ী জামে মসজিদে ওফাত দিবস পালিত হয়৷ উক্ত ওফাত দিবসে বক্তব্য রাখেন, সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল,সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেডের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলার বার বার নির্বাচিত জননন্দিত সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।
বক্তারা বলেন, তিনি ছিলেন সমাজ সেবক, শিক্ষানুরাগী, সিলেট বিভাগ বাস্তবায়নে অন্যতম সংগঠক তিনি রাজনৈতিক জীবনে ১৯৭৮ সালে তিনি পুনরায় সক্রিয় হন এবং ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-১৭ (বর্তমান হবিগঞ্জ-৪) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।সংসদ সদস্য হওয়ার পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন। এ সময় তিনি হবিগঞ্জ জেলা শাখা বিএনপির সভাপতি হন। ১৯৮২ সালে তিনি বিএনপির শাহ আজিজুর রহমান অংশের যুগ্ম-মহাসচিব নির্বাচিত হন।এরপর জাতীয় পার্টিতে যোগদান করেন এবং হবিগঞ্জ জেলার শাখার সভাপতি হন। এ দলের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে ১৯৮৬ ও ১৯৮৮ নির্বাচন করে তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৮ সালের চতুর্থ সংসদে তিনি ১৯৯১ সাল পর্যন্ত এরশাদের মন্ত্রিসভায় কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।
ওফাত দিবসে উপস্থিত ছিলেন, সায়হাম গ্রুপের ডাইরেক্ট সৈয়দ একেএম সেলিম, সায়হাম গ্রুপের এমডি আলহাজ্ব ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ, এলাকার বিভিন্ন স্তরের মুসল্লি, আলেম-উলামা, সায়হাম গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ প্রমুখ।
উক্ত ওফাত দিবস উপলক্ষে, খতম শরীফ, দুরুদ শরীফ, মিলাদ ও দোয়া, তাবারুক বিতরণ ব্যবস্থা করা হয়।