লাখাই প্রতিনিধি:
বিয়ে বাড়িতে বেড়াতে এসে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে হবিগঞ্জের লাখাই উপজেলায়। বরের আত্মীয় পরিচয়ে বিয়ে বাড়িতে এসে সুকৌশলে চুরি করে পালিয়েছেন তোফাজ্জুল হক (৩০) নামের এক ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মহেলা আক্তার বাদী হয়ে লাখাই থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, মহেলা আক্তারের ছেলে সোহান চৌধুরীর বিবাহ উপলক্ষে লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকার ভাড়াটিয়া বাসায় আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে উৎসবের আমেজ চলছিল। ওই সময় আত্মীয় রুজিনা আক্তারের স্বামী পরিচয়ে তোফাজ্জুল হক (পিতা- মেনু মিয়া, গ্রাম কলাপাড়া, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ) অনুষ্ঠানে যোগ দেন।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে মহেলা আক্তারের ঘরের কেবিনেট থেকে দুই ভরি স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা) ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নেন অভিযুক্ত ব্যক্তি। ঘটনাটি প্রত্যক্ষ করেন চাঁদনী আক্তার নামের এক সাক্ষী, যিনি চোর চোর বলে চিৎকার শুরু করলে আসামী দ্রুত সিএনজি নিয়ে পালিয়ে যান।
পরবর্তীতে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও অভিযুক্তকে না পাওয়ায় মহেলা আক্তার লাখাই থানায় লিখিত অভিযোগ করেন। তিনি চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
লাখাই থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু হয়েছে।