শেখ ইমন আহমেদ,মাধবপুর প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন আন্তঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের ২ দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন হয়েছে।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।
গতকাল (বৃহস্পতিবার) নোয়াপাড়া আন্তঃ ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের আয়োজনে সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজ মাঠে দুই দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ উপলক্ষ্যে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম।
৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ সদর হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ রিয়াদুল হাসান ও মাধবপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন।
আই বি সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ আবু তাহের এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, লেবামারা সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন, জগদীশপুর চা বাগান সপ্রাবি প্রধান শিক্ষক অমল চন্দ্র সরকার, নারাইনপুর সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান, আলহাজ্ব এস এম ফয়সাল সপ্রাবি প্রধান শিক্ষক বিলকিস আক্তার, নোয়াপাড়া চা বাগান সপ্রাবি প্রধান শিক্ষক ফারজানা আক্তার রোজি, রতনপুর সপ্রাবি প্রধান শিক্ষক নুরজাহান আক্তার, ইউনিয়ন পরিষদ সদস্য শ্যামলী রাণী দেব, সাফিয়া খাতুন, বাবুল চন্দ্র রেলী, দুলাল ঘোষ, মোঃ সহিদ মিয়া, মোঃ খসরু মিয়া এবং বিভিন্ন সপ্রাবি'র সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
প্রধান অতিথি'র বক্তব্যে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম বলেন, শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা এবং মেধা বিকাশের জন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।
উল্লেখ্য যে, ক ও খ বিভাগে শ্রেণী বিন্যাসের মাধ্যমে সর্বমোট ৫২টি ইভেন্টে অংশগ্রহণ করে ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সর্বাধিক পুরস্কার অর্জনের মাধ্যমে "চ্যাম্পিয়ন স্কুল" আই বি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও "রানার্স আপ স্কুল" হয়েছে রতনপুর সরকরি প্রাথমিক বিদ্যালয়।