বাংলার খবর স্পোর্টস ডেস্ক শ্রীলঙ্কার তরুণ স্পিনার দুনিথ ভেল্লালাগের এক ওভারে ৩২ রান উঠতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তার বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচ চলাকালীন টেলিভিশনে খেলা দেখার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
শেষ ওভারে মোহাম্মদ নবী ভেল্লালাগেকে পরপর পাঁচটি ছক্কা মারেন। সেই দৃশ্য দেখেই প্রচণ্ড চাপ ও মানসিক আঘাতে বুকে ব্যথা অনুভব করেন সুরাঙ্গা। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে।
সুরাঙ্গা ভেল্লালাগে নিজেও একসময় প্রতিভাবান ক্রিকেটার ছিলেন এবং আশির দশকে প্রিন্স অব ওয়েলস কলেজ ক্রিকেট দলে অধিনায়কত্ব করেছেন।
তার মৃত্যুতে শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই মনে করছেন দুনিথ ভেল্লালাগে দেশের ভবিষ্যতের অন্যতম ভরসা, আর বাবার অকাল মৃত্যু তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।
ম্যাচে অবশ্য শ্রীলঙ্কা ১৭০ রানের লক্ষ্য ছয় উইকেট হাতে রেখে জয় পেলেও এই ট্র্যাজেডি ভেল্লালাগে পরিবারের জন্য অসহনীয় বেদনা হয়ে উঠেছে।