মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহ্যবাহী খান্দুরা শরীফের উদ্যোগে জশনে জুলুস র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ রেজাউল কামাল ওয়াছিম সাহেবের সভাপতিত্বে কাশিমনগর বাজার থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে মনতলা শাহজালাল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেনসহ স্থানীয় আশেকান ও ভক্তবৃন্দ অংশ নেন। র্যালি শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।