বাংলার খবর ডেস্ক:
হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকালে সিলেট রেঞ্জ অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান তার হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম. সাজিদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়ভাবে এই অর্জনকে মাধবপুর থানা পুলিশের জন্য একটি বড় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।