বাংলার খবর ডেস্কঃ
ভারতে অনুপ্রবেশকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের এক সিনিয়র কর্মকর্তা। রোববার (২৪ আগস্ট) দুপুরে তাকে পশ্চিমবঙ্গের বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়।
আটক ওই কর্মকর্তার নাম আরিফুজ্জামান। তিনি বাংলাদেশের নীলফামারী জেলার বাসিন্দা। বিএসএফ জানায়, শনিবার সন্ধ্যায় বিথারী সীমান্ত দিয়ে সন্দেহজনকভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া কাগজপত্রে নিশ্চিত হওয়া গেছে, তিনি বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
পরে বিএসএফ আটক আরিফুজ্জামানকে স্বরূপনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকেই আত্মগোপনে ছিলেন এবং জীবন বাঁচাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
এরপর স্বরূপনগর থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।