বাংলার খবর স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। মাহবুবুল আনাম নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আসছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
সূত্র জানায়, লন্ডন সফর থেকে ফিরে এসেছেন তামিম। সেখানে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ‘আশীর্বাদ’ নিয়েই তিনি নির্বাচনী প্রস্তুতিতে নামছেন। প্রায় দেড় মাস আগে তিনি লন্ডনে গিয়েছিলেন।
নির্বাচন অক্টোবরে হওয়ার কথা থাকলেও অনেকেই মনে করছেন, পরিস্থিতি জটিল হওয়ায় এবার অ্যাডহক কমিটি গঠন হতে পারে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও আবারও লড়াইয়ে নামতে পারেন। তিনি প্রথমে সিদ্ধান্ত না নিলেও পরবর্তীতে সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
অন্যদিকে সাবেক সভাপতি ফারুক আহমেদও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার হাতে বেশ কয়েকটি ক্লাব থাকায় অনেক পরিচালক তাকে সমর্থন করতে পারেন। তবে তিনি রাজনৈতিক সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ১৭১ জন কাউন্সিলরের মধ্যে ঢাকার ক্লাব থেকেই আসে ৭৬ জন। আর বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জনই ক্লাব ক্রিকেট থেকে। এতে রাজধানীভিত্তিক প্রভাবশালী ক্লাবগুলোর ভূমিকা নির্বাচনে সবচেয়ে বেশি।
এদিকে ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, এ পরিস্থিতিতে নির্বাচন হওয়া কঠিন। বরং অ্যাডহক কমিটি দিয়েই বোর্ড পরিচালিত হওয়ার সম্ভাবনাই প্রবল। তবে সেই কমিটিতে বর্তমান পরিচালকদের বেশিরভাগকে রাখা হবে না বলেও সূত্র জানিয়েছে।
সবশেষে, রাজনৈতিক আশীর্বাদ নিয়ে এগিয়ে আসা তামিম ইকবাল বিসিবির নির্বাচনী লড়াইকে আরও জমজমাট করে তুলবেন—এমনটাই মনে করছে ক্রীড়া মহল।