মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ):
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বেলা ১২টায় উপজেলা হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ এবং পরিচালনা করেন পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ। কোরআন তিলাওয়াত করেন জামে মসজিদের ইমাম মাহবুর রহমান এবং গীতা পাঠ করেন নারায়ণ চন্দ্র দাস।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জাকারিয়া আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মৎস্যজীবী সমিতির সদস্যরা।
বক্তারা বলেন, বাংলাদেশ মৎস্য উৎপাদনে দ্রুত এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনাও সৃষ্টি হচ্ছে। দেশীয় মাছের উৎপাদনে প্রতিবন্ধকতা দূর করে আরও বেশি উৎপাদন নিশ্চিত করতে হবে বলে তারা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয় এবং সেরা তিনজন মৎস্যজীবীকে ক্রেস্ট প্রদান করা হয়।