শেখ ইমন আহমেদ,মাধবপুর
হবিগঞ্জের মাধবপুরে অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্ৰুপের ৯৮তম মানবিক প্রোগ্রাম সম্পূর্ণ হয়েছে।
[caption id="attachment_684" align="alignnone" width="980"] আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।[/caption]
শনিবার (১ ফ্রেব্রুয়ারী) বিকেল ৪টায় মাধবপুর উপজেলা প্রেসক্লাবে চিকিৎসার জন্য আর্থিক অনুদান হস্তান্তর করা হয়। মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের উত্তর ছাতিয়াইন গ্রামের মানজু মিয়া(৩৫) কে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্রুপ।
স্বচ্ছতা গ্রপের সদস্য মুফতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য শেখ ইমন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বচ্ছতার সম্মানিত সদস্য রাসেল আহমেদ,আল আমিন ইসলাম,সালা উদ্দিন রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বচ্ছতা গ্রুপের সদস্য সামছু উদ্দিন,সাব্বির হাসান সাগর,এনামুল ইসলাম, অর্জুন পাল,চন্দন কর্মকার,রেজভী প্রমুখ।
স্বচ্ছতা গ্ৰুপ ২০১৮ সাল থেকে অনলাইন মেসেঞ্জার গ্ৰুপের মাধ্যমে মাধবপুর উপজেলার প্রতিটি গ্রামে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এরকম মানবিক কাজ অব্যাহত থাকবে।