মাধবপুর প্রতিনিধিঃ
বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন জাতের ধান উদ্ভাবন এবং কৃষি প্রযুক্তি উন্নয়নে ধারাবাহিকভাবে গবেষণা চলছে। ২০৫০ সালে দেশের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস রয়েছে। সেই সময়ে খাদ্য সংকট এড়াতে অন্তত ৬২ লাখ হেক্টর ধান চাষের জমি ধরে রাখা অপরিহার্য।
কৃষিজমি দিন দিন কমে যাওয়ার প্রেক্ষাপটে ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান-৯৮ এবার আউশ মৌসুমে ব্যাপক ফলন দিয়েছে। সঠিক ব্যবস্থাপনা এবং কৃষকদের পরিশ্রমের ফলে এ সাফল্য এসেছে।
শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোপিনাথপুর গ্রামে ব্রি ধান-৯৮ কর্তন ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, “নতুন জাত উদ্ভাবন করা হলেও এর সফলতা নির্ভর করে কৃষকদের হাতে। সঠিকভাবে জমি চাষ করলে কৃষক লাভবান হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— হবিগঞ্জ নাগুড়া ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হীরেন্দ্র নাথ বর্মণ, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ উপপরিচালক মো. আখতারুজ্জামান, ধান গবেষণা বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফসানা আনসারি, মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ও স্থানীয় কৃষক বদু মিয়া।