বাংলার খবর ডেস্ক,বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীতে হলেও শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে।
দলীয় সূত্রে জানা গেছে, আজও গুলশানের বাসা ‘ফিরোজা’য় অবস্থান করবেন খালেদা জিয়া। তার নির্দেশে জন্মদিনে কেক কাটার আয়োজন থাকছে না। সারাদেশের দলীয় কার্যালয়ে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হবে।
রাজনৈতিক জীবন
১৯৬০ সালের আগস্টে জিয়াউর রহমানকে বিয়ে করেন খালেদা জিয়া। ১৯৮১ সালের ৩০ মে স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতিতে আসেন তিনি। ১৯৮২ সালে বিএনপিতে যোগ দেন এবং দীর্ঘ আন্দোলনের পর ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিন দফা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সাম্প্রতিক সময়
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হয়ে বন্দি হন খালেদা জিয়া। ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে মুক্তি পান এবং বাসায় থেকে চিকিৎসা নেন। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পর তার সাজা বাতিল হয়। এ বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, চিকিৎসা শেষে মে মাসে দেশে ফেরেন। বর্তমানে তিনি গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন।
কর্মসূচি
আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন ও ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ করা হবে।