মাধবপুর প্রতিনিধি, বাংলার খবর: হবিগঞ্জের মাধবপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মাধবপুর থানার একটি টিম উপজেলার বুল্লা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—বুল্লা গ্রামের মো. আমরু মিয়ার ছেলে মো. কাশেম মিয়া (২৫) এবং তিশক মিয়ার ছেলে মো. জাকির হোসেন (২৪)।
এর আগে বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ বুল্লা গ্রামে ধলাই মিয়ার গোষ্ঠী ও সেলিম মেম্বারের গোষ্ঠীর মধ্যে সৌদি আরবে সংঘর্ষের জেরে পুনরায় মারামারি হয়। এতে মাধবপুর থানার ওসি মো. সহিদ উল্ল্যাহসহ সাত পুলিশ সদস্য ও উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত ৮৪ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ২৫০-৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।