মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের নবীগঞ্জ থানার পুলিশ সিলেটের মোংলাবাজার ও ময়মনসিংহের গফরগাঁওয়ের দুই মাদক ব্যবসায়ীকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সেলিম মিয়া (সিলেট, মোংলাবাজার) এবং ইয়াছিন (ময়মনসিংহ, গফরগাঁও)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় ৩টার সময় নবীগঞ্জ থানার এএসআই সানোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ইমামবাড়ী বাজারস্থ আঃ বাছিতের বসতঘরে অভিযান পরিচালনা করেন। তল্লাশির সময় ২৫ কেজি গাঁজা জব্দ করা হয় এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় আঃ বাছিত পলাতক ছিলেন।
নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।