পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ)
হবিগঞ্জের লাখাই থানায় পুলিশের পৃথক তিনটি অভিযানে মোট তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মানব পাচার মামলার এক এজাহারভুক্ত আসামিও রয়েছেন। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, গ্রেফতারকৃতদের সোমবার (১০ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মানব পাচার মামলার এজাহারভুক্ত আসামি মো. জাহিদুল ইসলাম (৩১) কে চাঁদপুর জেলার কচুয়া থানার পনশাহী গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। লাখাই থানার এসআই মানিক, সঙ্গীয় পুলিশ ফোর্স এবং কচুয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
এছাড়া, ১০ আগস্ট ভোর ৪টার দিকে লাখাই উপজেলার নখলাউক গ্রামের মৃত ছাওয়াল মিয়ার ছেলে মো. তোফাজ্জল মিয়া (২৩) কে বামৈ তিন ফুল এলাকা থেকে আটক করেন এসআই আক্তারুজ্জামান ও এএসআই খাইরুল ইসলাম।
অন্যদিকে, ৯ আগস্ট রাত ১২টার দিকে মোড়াকরি গ্রামের বাদশা মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে লাখাই থানা পুলিশ। এ অভিযান পরিচালনা করেন এসআই প্রণয় সরকার।
ওসি বন্দে আলী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।