মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুরে এআর মালিক সীডস এর উদ্যোগে ফসল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
[caption id="attachment_684" align="alignnone" width="980"] আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।[/caption]
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামে ফসল প্রদর্শনী সভায় চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন এআর মালিক সীডস এর ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক। বিশেষ অথিতির বক্তব্য রাখেন সেলস ম্যানেজার ডঃ শরীফুল ইসলাম,চৌমুহনী ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুর রহমান,সাবে সভাপতি আঃ আলীম মীর বাদল,বহরা ইউনিয়ন বিএনপি সভাপতি শাহিন আলম রিপন,উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস সচিব ফরিদুর রহমান,সোনাই নদী রাবার ড্যাম সমবায় সমিতির সভাপতি ছায়েদুর রহমান,আনিছুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মাসুকুর রহমান আপন,অরুন দেব,রত্না মেম্বার প্রমুখ।