বাংলার খবর ডেস্ক
সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ধারায় নতুন করে যুক্ত হলেন শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের ভাই আবুল আজরফ আহসান জাবুর। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এর মাধ্যমে সিলেটে এনসিপি থেকে মোট ১০ জন নেতা পদত্যাগ করলেন।
আবুল আজরফ আহসান জাবুর সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের বাসিন্দা এবং এনসিপি সিলেট জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে দলের কার্যক্রমে সময় দিতে না পারায় স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
গত ১২ জুলাই সিলেট জেলা সমন্বয় কমিটি ঘোষণার পর থেকেই এনসিপি নেতাকর্মীদের একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। কাঙ্ক্ষিত পদ না পাওয়া, পূর্ব অবগত না করে কমিটিতে অন্তর্ভুক্ত করা এবং রাজনৈতিক চাপের মতো কারণগুলোকে পদত্যাগের পেছনের কারণ হিসেবে স্থানীয় সূত্র জানিয়েছে।
এর আগে বিশ্বনাথ, গোয়াইনঘাট ও বিয়ানীবাজার উপজেলা কমিটি থেকেও একাধিক নেতা পদত্যাগ করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক পদত্যাগ এনসিপির সাংগঠনিক কাঠামোয় প্রভাব ফেলতে পারে। তবে এনসিপির স্থানীয় নেতৃত্ব বলছে, এটি রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ, আর দল বৃহত্তর পরিসরে কার্যক্রম চালিয়ে যাবে।