বাংলার খবর স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএল দিয়ে প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা। এই লক্ষ্যে টুর্নামেন্টের ষষ্ঠ আসরের সময়সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এসএলসির বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হবে ২৭ নভেম্বর, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সব মিলিয়ে ১ মাসব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে—কলম্বোর প্রেমাদাসা, পাল্লেকেলের আন্তর্জাতিক স্টেডিয়াম এবং ডাম্বুলার রংগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে।
এসএলসির টুর্নামেন্ট ডিরেক্টর সমন্থা ডোডানওয়েলা বলেন, "এই সময়সূচির মূল উদ্দেশ্য হলো এলপিএলের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী প্রস্তুতি নেওয়া।"
তবে এখনও খেলোয়াড় ড্রাফট ও পূর্ণাঙ্গ ফিক্সচার প্রকাশ করা হয়নি। শিগগিরই তা জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে মাথায় রেখে সময় নির্ধারণ করা হয়েছে যাতে শীর্ষ তারকারা অংশ নিতে পারেন।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আশা করছে, এবারের এলপিএল হবে বিশ্বকাপের জন্য কার্যকর প্রস্তুতির মঞ্চ।