বাংলার খবর প্রতিনিধি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া: ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন। শুক্রবার বিকেল ৫টায় তিনি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং সরেজমিনে স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম ও ইমিগ্রেশন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে বন্দরের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে স্থানীয় ব্যবসায়ীরা বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং ভারতের পক্ষ থেকে স্থলবন্দর দিয়ে ৬টি পণ্য আমদানিতে আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।
এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নিসার উদ্দিন ভূইয়া এবং মৎস্য রপ্তানিকারক সমিতির সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।