বাংলার খবর ডেস্ক | বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১১ জন কর্মকর্তা সম্প্রতি এক আদেশে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি হয়।
রদবদলের আওতায় থাকা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তা। এদের মধ্যে কয়েকজনকে গুরুত্বপূর্ণ তদন্ত সংস্থা, রেঞ্জ ও ব্যাটালিয়নে পদায়ন করা হয়েছে।
পিবিআইতে পদায়ন করা হয়েছে আছমা আরা খান জাহানকে। বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদকে পাঠানো হয়েছে নেত্রকোনায়। রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে থাকা মো. আহসান খান এখন থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) দায়িত্ব পালন করবেন। র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে পুলিশ সদর দপ্তরে।
এছাড়াও সহকারী পুলিশ সুপারদের মধ্যে বদলি হয়েছেন:
- সাইফুল ইসলাম খান – পুলিশ সদর দপ্তর থেকে ফরিদপুরের নগরকান্দা সার্কেলে
- আরিফ হোসেন – সিএমপি থেকে যশোর জেলার নাভারন সার্কেলে
- সাজিদ হোসেন – এটিইউ থেকে নৌ পুলিশে
- সৈয়দ ফয়েজ আহমেদ – সদর দপ্তর থেকে টিডিএস-এ
আরও যাঁরা বদলি হয়েছেন:
- খুলনা মেট্রোপলিটন পুলিশের এসি আজম খান – ফরিদপুরের মধুখালী সার্কেলে
- ডিএমপি’র এসি মো. আসাদুজ্জামান – এপিবিএন-এ
- এপিবিএনের এএসপি মো. ফারমান আলী – নোয়াখালী পিটিসিতে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে।