আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে চলছে ব্যাপক তৎপরতা। জেলার ছয়টি আসন ঘিরে মাঠে নেমেছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ আরও কয়েকটি রাজনৈতিক দল। জোটগত প্রার্থিতার সম্ভাবনা থাকলেও এখনই একক প্রচারে মনোযোগ দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
বিএনপির লক্ষ্য সব আসন পুনরুদ্ধার,২০০১ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে পাঁচটিই ছিল বিএনপি ও চারদলীয় জোটের দখলে। সেই রেকর্ড পুনরায় অর্জনের লক্ষ্যেই মাঠে নেমেছে বিএনপি। এবারের নির্বাচনে ছয়টি আসনে দলটির পক্ষে মনোনয়নপ্রত্যাশী অন্তত ২৮ জন।
জেলার রাজনৈতিক চিত্রে শক্ত অবস্থানে রয়েছেন প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, যিনি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনৈতিকবিষয়ক সম্পাদক। তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার সব আসনে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টির জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”
জামায়াতসহ শরিকদের সক্রিয় অংশগ্রহণ
জামায়াতে ইসলামী ইতোমধ্যে জেলার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তাদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসও প্রার্থী ঘোষণা করেছে।
এছাড়া জামায়াতের পাশাপাশি কিছু আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জমিয়তে উলামায়ে ইসলাম এবং গণসংহতি আন্দোলনের নেতারাও মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন।
আসনভিত্তিক পরিস্থিতি:
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)
এই সংখ্যালঘু অধ্যুষিত আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী:
কামরুজ্জামান মামুন
এমএ হান্নান
মো. শফিকুল ইসলাম
কেএম বশির উদ্দিন তুহিন
ড. শামসুল হক কিবরিয়া
আলী আযম চৌধুরী
জামায়াত থেকে প্রার্থী: একেএম আমিনুল ইসলাম
খেলাফত মজলিস থেকে: মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী
বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনেরও ফেরার সম্ভাবনা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)
বিএনপির দুর্ভেদ্য আসন বলে পরিচিত।
মনোনয়নপ্রত্যাশী:
শেখ মোহাম্মদ শামীম
ব্যারিস্টার রুমিন ফারহানা
আহসানুল হক শিপন
তরুণ দে
শাহজাহান সিরাজ
জামায়াত: মো. মোবারক হোসাইন
জমিয়ত: মাওলানা জুনায়েদ আল হাবিব
এনসিপি: মাওলানা আশরাফ উদ্দিন মাহদী
ইসলা. আন্দোলন: নেছার আহমেদ নাছেরী
খেলাফত মজলিস: মাওলানা মাইনুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর)
বিএনপির পক্ষে সম্ভাব্য প্রার্থী:
প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল
জামায়াত: মো. জোনায়েদ হাসান
এনসিপি: মো. আতাউল্লাহ
ইসলা. আন্দোলন: গাজী নিয়াজুল করিম
খেলাফত মজলিস: মাওলানা মুহসিনুল হাসান
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)
বিএনপি মনোনয়নপ্রত্যাশী:
কবির আহাম্মেদ ভূঁইয়া
ড. মুশফিকুর রহমান
প্রকৌশলী মুসলেহ উদ্দিন
জামায়াত: মো. আতাউর রহমান সরকার
ইসলা. আন্দোলন: মুফতি জসিম উদ্দিন
খেলাফত মজলিস: মাওলানা জয়নাল আবেদীন
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)
বিএনপি মনোনয়নপ্রত্যাশী:
নাজমুল হোসেন তাপস
মো. আবদুল মান্নান
তকদীর হোসেন মো. জসীম
মো. সাইদুল হক সাঈদ
কেএম মামুনুর রশিদ
আবদুল্লাহ আল বাকি
জামায়াত: আবদুল বাতেন
ইসলা. আন্দোলন: মাহবুবুর রহমান
খেলাফত মজলিস: মাওলানা আবদুল কাইয়ূম ফারুকী
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)
বিএনপি মনোনয়নপ্রত্যাশী:
মো. আবদুল খালেক
রফিক সিকদার
মেহেদী হাসান পলাশ
জামায়াত: দেওয়ান মো. নকিবুল হুদা
গণসংহতি আন্দোলন: জুনায়েদ সাকি
খেলাফত মজলিস: মাওলানা আবদুল মজিদ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনেই প্রার্থী নির্বাচনে বিএনপি জোটকে নিতে হবে কৌশলী সিদ্ধান্ত। জোটগত সমন্বয় এবং মনোনয়ন বণ্টনের জট খুলতে না পারলে প্রতিদ্বন্দ্বিতায় সুযোগ নিতে পারে জামায়াতসহ অন্যান্য শরিক ও বিরোধী দলগুলো।