বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ,হবিগঞ্জে অভিযান চালিয়ে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ৫৫ বিজিবি। এসব অভিযানে কসমেটিকস, ভারতীয় শাড়ি, চা-পাতা, গাঁজাসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল ধরা পড়ে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত জেলার মাধবপুর, চুনারুঘাট, শ্রীমঙ্গল ও আশপাশের সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালনা করে ৫৫ ব্যাটালিয়ন। এসব অভিযানে বিজিবির সদস্যরা ১ কোটি ১৪ লাখ ৫ হাজার ২৭৫ টাকার মালামাল উদ্ধার করেন। যার মধ্যে রয়েছে- ভারতীয় শাড়ি, থ্রিপিস, বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য, চা-পাতা ও গাঁজার চালান।
এই ব্যাপারে ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে মাদক ও অবৈধ পণ্যের প্রবাহ ঠেকাতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে।
সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রতিদিনই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে ঢুকছে। এতে দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও যুবসমাজের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছেন সচেতন মহল।